পাখি, তোমার সঙ্গে আশাপূর্ণা এক জীবন কাটাব
পাখি, তোমার সঙ্গে চার অক্ষর এক জীবন কাটাব
ধুলো বালি দিয়ে খেলা করব
গোসলে মেতে গঙ্গার জল গোল করব
তুমুল অস্থিরতা চরমে তুলব
পাখি, তোমায় প্রণয় পিঞ্জরে রেখে কাটাব জীবন।
পাখি, তোমার সঙ্গে উদ্ভূত এক জীবন কাটাব
পাখি, তোমার সঙ্গে উদাস এক জীবন কাটাব
দিবা নিদ্রাজেগে কবিতা লিখব
হারানো দিনের স্মৃতি খুঁজব
একে অন্যের চোখে অশ্রু মুছব
পাখি তোমার বিচিত্র বিরহের গান শুনে কাটাব জীবন ।
পাখি, তোমার সঙ্গে বিষাদমগ্ন এক জীবন কাটাব
পাখি, তোমার সঙ্গে মুমূর্ষু এক জীবন কাটাব
চেতনাহীন শুশ্রূষাহীন আনন্দহীন
যন্ত্রণায় জমাট বাধা জীবন দেখাব
আলোকিত অন্ধকারে দুজনে বসে থাকব
পাখি, তোমার ভীষণ বিচ্ছিন্ন ব্যথা নিয়ে কাটাব জীবন।
পাখি, তোমার সঙ্গে অতিরঞ্জিত এক জীবন কাটাব
পাখি, তোমার সঙ্গে অন্যরকম এক জীবন কাটাব
তোমার সরল শরীরে গা লাগাব,
নিশাচর রাত কাটাব
শীতে উজ্ঞতার পরশ জাগাব
পাখি, তোমার দুই লাজুক চোখে চোখ রেখে কাটাব জীবন।
পাখি, তোমার সঙ্গে অবিদ্যা এক জীবন কাটাব
পাখি, তোমার সঙ্গে অধর্ম এক জীবন কাটাব
জোৎস্মা রাতে তোমার কোমল কুলে মাথা রাখব
সব তারাগুলো দিয়ে মালা গাথব
কষ্ট দেখে চিৎকার করব
পাখি, তোমার প্রাণিত মানবিক আর্তিরব্যঞ্চনায় কাটাব জীবন
পাখি, তোমার সঙ্গে ত্রিমাত্রিকতার এক জীবন কাটাব
পাখি তোমার সাথে লন্ড ভণ্ড এক জীবন কাটাব
নিশাচর রাতে একে অন্যের পূর্ণা হব
ডিজিটাল ডাস্টবিন থেকে সুখ কুড়াব
বিনাশ দেখে শিউরে উঠবো
পাখি, তোমার সঙ্গে কানামাছি ভোঁভোঁ খেলে কাটাব জীবন
পাখি, তোমার সঙ্গে বঙ্গ ভঙ্গ এক জীবন কাটাব
পাখি, তোমার সঙ্গে দূর্বিষহ এক জীবন কাটাব
আলো নিভিয়ে অন্ধকারে বসে থাকব
ক্ষতস্থানে মলম মাখব
ব্যথা সাড়াতে উঝা ডাকব
পাখি, তোমার সঙ্গে নির্গলিত ধোয়াপুঞ্জে কাটাব জীবন।
পাখি, তোমার সঙ্গে ভাঙ্গাগড়া এক জীবন কাটাব
পাখি, তোমার সঙ্গে পাগল পাগল এক জীবন কাটাব
আশা ভাঙ্গব, বাসা ভাঙ্গব, সঞ্চয় ভেঙে উড়াব দুহাতে
তুমি ভাঙ্গবে হাড়ি পাতিল, আমি ভাঙ্গব কাচের বাসন
পাখি, তোমার সঙ্গে দ্বৈত নূত্য ভঙ্গিমায় কাটাব জীবন।
পাখি, তোমার সঙ্গে উপগূঢ় এক জীবন কাটাব
পাখি, তোমার সঙ্গে চিত্রভঙ্গি এক জীবন কাটাব
তোমার সারল্যের সুষমা মন্ডিত সুমসৃণতার ছবি আঁকব
তোমার নাভিন নিরন্ন স্রোতে সাতার কাটব
তোমার ভরাট বুকে মাথা রাখব
পাখি, তোমার সঙ্গে সন্দেহতীত বিস্ময়কর কাটাব জীবন।
পাখি, তোমার সঙ্গে নিরক্ষর এক জীবন কাটাব
জীবন জলাশয়ে জন্মানো জ্বালা দেখাব
বিষাদ বিতৃষ্ণায় বিষের বন্ধু হব।
পাখি, তোমার ব্রাঁকুসীয় বিমূর্তনায় কাটাব জীবন।
পাখি, তোমার সঙ্গে তরঙ্গ ভঙ্গ এক জীবন কাটাব
পাখি, তোমার সঙ্গে ভাড়াবাড়ি এক জীবন কাটাব
জ্যোৎস্না রাতে ঘুমঘোর থেকে উন্মাদ যৌবন জাগাব
স্মৃতির আশ্চর্য সিঁড়ি বেয়ে ক্রমশ উপরে উঠবো
পাখি, তোমার শরীরী অবয়বের সঙ্গে
বিমূর্ত ব্যঞ্চনায় কাটাব জীবন।
পাখি, তোমার সঙ্গে মনস্তান্তিক এক জীবন কাটাব
পাখি, তোমার সঙ্গে ছন্দসৃষ্টি এক জীবন কাটাব
চরম দুর্গতি দেখেও নীরব থাকব
তির্যক কটাক্ষে ভরা পথ মাড়াব
তুচ্ছ করে শাসন ভ্রুকুটি ছোটে যাব গঙ্গার বাঁকে
পাখি তোমার চিত্র ভানায় ধ্রুপদী ভঙ্গি হয়ে কাটাব জীবন।
পাখি, তোমার সঙ্গে স্বতঃ:স্ফূর্ত এক জীবন কাটাব
পাখি, তোমার সঙ্গে কথা কাঞ্চন এক জীবন কাটাব
ক্রমোচ্চ কামনার সিঁড়ি বেয়ে উপরে উঠবো
ব্যথা সব ব্যংকে জমা করব
পূরবী হলে সিনেমা দেখব
বিপিন পার্কে বসে বাদাম খাব
পাখি তোমার জৃম্ভণ জ্যামিতিক গণ্ডীতে কাটাব জীবন।
২৩ আগষ্ট - ২০১১
গল্প/কবিতা:
১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫